স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : মনুভ্যালি চা বাগান এলাকায় এক গৃহবধূকে মদের বোতল ভেঙ্গে আঘাত করল স্বামী। অভিযোগ নকুল বাউরী প্রায় সময়ই মদ খেয়ে স্ত্রী পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শনিবার রাতে নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে পূর্ণিমা বাউরিকে বেধড়ক মারপিট চালায়। কোন এক সময় নকুল বাউরী এবং তার বোনের জামাই স্বপন বাউরী মিলে মদের বোতল ভেঙ্গে পূর্ণিমা বাউরির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে গুরুত্ব ভাবে আহত হয় পূর্ণিমা বাউরি। পূর্ণিমা বাউরির চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। পাশাপাশি খবর দেওয়া হয় কৈলাসহর দমকল কর্মীদের।
ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা গুরুতর আহত পূর্ণিমা বাউরিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে পূর্ণিমা বাউরী সংকটজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।