Thursday, April 25, 2024
বাড়িরাজ্যসুষ্ঠু তদন্তের দাবি জানালেন মৃত প্রবীর লোধের পরিবার

সুষ্ঠু তদন্তের দাবি জানালেন মৃত প্রবীর লোধের পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : গড়িমা হারাচ্ছে একাংশ পুলিশ অফিসার। শাক দিয়ে মাছ ঢাকতে মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে নজির গড়লেন পূর্ব আগরতলা থানার খাঁকি উদ্দি পরিধানকারী পুলিশ। কিন্তু এবার সেই ঘটনার ধাপা চাপা দেওয়ার কোন উপায় নেই। আগামী সপ্তাহে ত্রিপুরা হাইকোর্টে পূর্ব মহিলা থানার সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মার বিরুদ্ধে পিটিশন দাখিল হতে চলেছে। এবং দপ্তরের আধিকারিকরা এই মহিলা অফিসারকে ক্লোজ করে পুলিশের সদর কার্যালয়ে নিয়ে গেলেও সন্তুষ্ট নয় মৃতের পরিবার।

 রবিবার দুপুরে থানায় মামলা দায়ের করে অভিযুক্ত মহিলা পুলিশ অফিসার ও শ্লীলতাহানির অভিযোগকারী মহিলার বিরুদ্ধে। মহিলা পুলিশ অফিসারকে বরখাস্ত ও কঠোর শাস্তির দাবি জানান মৃত ব্যক্তির পরিবার এবং আইনজীবী রঘুনাথ মুখার্জি। অভিযোগ গত ১৩ এপ্রিল থানায় ডেকে কোন মামলা না নিয়ে সরকারি কর্মচারি প্রবীর লোধকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করেছেন পূর্ব মহিলা থানার সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা সহ কয়েকজন পুলিশ। পরবর্তী সময়ে প্রবীণ লোধকে থানা থেকে ছাড়ার জন্য বা মামলা হাতে নিয়ে কোর্টে তোলার জন্য ফোন করেন আইনজীবী রঘুনাথ মুখার্জি। কিন্তু তারপরেও পুলিশ প্রবীর লোধ ছেড়ে না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মানসিক নির্যাতন করে। তার স্ত্রী ও আইনজীবী রণক দে -কে থানা থেকে বের করে দেয়। তারপর আইনজীবী রঘুনাথ মুখার্জি ফোন করে সেই মহিলা অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন পরের দিন সকাল ১১ টার সময় অভিযোগকারী মহিলাকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করা হবে। তখন মহিলা অফিসারকে জানিয়ে দেওয়া হয় দুই পক্ষের মধ্যে মীমাংসা করার অধিকার আদালত পুলিশকে দেয় নি। তাই মামলা নিয়ে আদালতে পাঠানোর জন্য বলা হয়। কিছুক্ষণ পর প্রবীর লোধকে থানা থেকে ছাড়া হলেও পরের দিন সকাল বেলা শৌচালয়ে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন প্রবীর লোধ। তারপর পুলিশ গায়ে চামড়া বাঁচাতে ১১ মিনিট পর অর্থাৎ ৮ টা ১৫ মিনিটের নাগাদ একটি মামলা নেন। মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশ তার দুর্বলতা প্রকাশে এনেছে। তাই এই ঘটনার বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন দাখিল করা হবে। অভিযুক্ত মহিলা পুলিশ অফিসারকে বরখাস্ত এবং কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং জুডিসিয়াল তদন্তের দাবি করা হবে বলে জানান আইনজীবী রঘুনাথ মুখার্জি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য