স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ১৮ জন। ঘটনা রবিবার বিকালে উদয়পুর – কিল্লা ভায়া ছেচুয়া সড়কের ডাক পাড়ায়।
বাবা গড়িয়ার মূর্তি নিয়ে পরিক্রমা চলাকালীন সময়ে অমরপুরে আসার পথে এই দুর্ঘটনা। বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোমতী জেলা হাসপাতালে। আর বাকিদের চিকিৎসা চলছে অমরপুর মহকুমা হাসপাতালে।