Saturday, July 27, 2024
বাড়িরাজ্যহ্যান্ডলুম মার্কেটে বহু অনিয়ম, মন্ত্রী সময় দিলেন ৭ দিন

হ্যান্ডলুম মার্কেটে বহু অনিয়ম, মন্ত্রী সময় দিলেন ৭ দিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : শকুন্তলা স্থিত হ্যান্ডলুম মার্কেটে দীর্ঘদিন ধরে ঘুঘুর বাসা হয়ে আছে। কুটির শিল্পের একটি বিশেষ অংশ হস্ত তাঁত ও কারুশিল্প। বৃহস্পতিবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই মার্কেটের স্টল গুলি পরিদর্শনে যান। কিন্তু স্টল পরিদর্শনে গিয়ে তিনি মাথায় হাত দিয়ে বসেন। এত যে বেহাল দশা হয়তো তিনি আগে ভাবেননি।

সঙ্গে ছিলেন পূর্বাশা চেয়ারম্যান বলাই গোস্বামী। চেয়ারম্যান সাহেবের কাছে তিনি এ বিষয়ে জানতে চাইলে কোন সদত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত চেয়ারম্যান কোন উত্তর দিতে না পেরে বলেন এখানে আপাতত ৮ টি ষ্টল খোলা রয়েছে। বাকি স্টল গুলি সারিবদ্ধভাবে বন্ধ রয়েছে। এবং মার্কেটের ভেতর অত্যন্ত নোংরা অবস্থা। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মার্কেটটি যাতে পরিষ্কার করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের অফিসারদের। নাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এবং এভাবে কেন স্টল গুলি বন্ধ রয়েছে সে বিষয়েও কৈফিয়ত চাওয়া হবে। কারণ বেকার যুবক-যুবতীরা দোকান পাচ্ছে না। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই করা হবে। এবং বন্ধ থাকার সবগুলো দোকান খোলার জন্য নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে রাতের বেলা বিভিন্ন অসামাজিক কাজও হয় এই মার্কেটে। দায়িত্বে থাকা চেয়ারম্যান এবং দপ্তরের পূবর্তন মন্ত্রীদের কোনদিনই নজর ছিল না এই মার্কেটটির দিকে। যার ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে কোন একসময়ের স্বনামধন্য এই মার্কেটটি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য