স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় জড়িত দুর্বৃত্তরা এখনো পুলিশের আড়ালে। মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চাইলেন বৃহস্পতিবার। ঘটনায় বিবরণে জানা যায় বুধবার প্রতাপগড় এলাকায় হাওড়া নদীতে ২৬ বছর বয়সী দীপঙ্কর ঘোষের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়।
গত ৬ এপ্রিল তাকে বাড়ি থেকে রাতের বেলা ফোন করে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর এলাকার এক বাড়ির সিসি ক্যামেরায় ফুটেজে দেখতে পায় দীপঙ্করকে স্কুটিতে বসিয়ে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। দীর্ঘ রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজনেরা। যথারীতি সিসি ক্যামেরার ফুটেজটি জমা দেওয়া হয় থানায়। অথচ পুলিশ প্রশাসনের তদন্ত সঠিকভাবে না হওয়ায় বুধবার সকালে নদীর জলে মৃতদেহ পাওয়া যায় দীপঙ্কর ঘোষের বলে মনে করছে পরিবারের লোকজনেরা। মৃতদেহ উদ্ধারের পরেও পুলিশ গত ২৪ ঘন্টা কাউকে আটক করতে পারেনি। পুলিশের ব্যর্থতা নিয়ে পরিবারের লোকজনেরা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় এদিন। দাবি জানায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাতে পুলিশ দোষীদের জালে তুলে। যথারীতি কঠোর শাস্তি ব্যবস্থা করে পুলিশ। তবে এই ঘটনার সাথে জড়িত কৃষ্ণ ঘোষ নামে এক ব্যক্তির নামে প্রথমে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল থানায়। সেই ব্যক্তিকে পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। তবে দীপঙ্কর ঘোষের মৃত্যু পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে জনমনে একাধিক বিষয় ঘুরপাক খাচ্ছে।