স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : বৃহস্পতিবার আগরতলার পুর নিগমের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় নবাদল বনিককে। তিনি ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর এইদিন আগরতলা পুর নিগমের মেয়রের কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাদল বনিককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদানের পর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঠিক পদে সঠিক ব্যক্তিকে বসানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর নতুন শিল্প স্থাপনের উপর জোর দেয়। আগে রাজ্যে শিল্পপতিরা আসতে পারত না ক্যাডারদের দৌরাত্বে। বর্তমান সরকার বন্ধ হয়ে যাওয়া শিল্প গুলিকে পুনঃরায় চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারি চাকুরি দিয়ে শুধুমাত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। শিল্প স্থাপনের মধ্যদিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে অভিমত ব্যক্ত করেন তিনি।