স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রদান বিচারপতি টি অমরনাথ গৌড়। শনিবার দুপুরে তিনি বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে যান। সেখানে গার্ড অফ অনার প্রদান করে কারারক্ষীরা।
মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রধান বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। প্রধান বিচারপতি সহ অন্য আধিকারিকরা সংশোধনাগারের ব্যবস্থাপনা ,কারা আবাসিকদের সুবিধা অসুবিধা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। কোথাও কারা আবাসিকদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে কি-না খতিয়ে দেখেন। কথা বলেছেন সংশোধনাগারের আধিকারিকদের সঙ্গে। মূলত এটা ছিল রুটিন ভিজিট। সবগুলি সংশোধাগারে পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়। এরই অঙ্গ হিসাবে এই সফর।