স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : ভুলে ভরা এডমিট নিয়ে বিক্ষোভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। এম বি বি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এম বি বি এবং বি বি এম কলেজ। এই দুটি কলেজের ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যার সুম্মূখীন হতে হচ্ছে। এডমিট কার্ডে বিষয় ভুল রয়েছে। দুটি সেমিস্টারে একই বিষয়ে পরীক্ষা দেওয়ার পর তৃতীয় সেমিস্টারে তা বদল হয়ে যাচ্ছে।
এই সমস্যা নিয়ে প্রন্সিপালের কাছে গেলে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের কাছে পাঠিয়ে দিচ্ছেন। বিশ্ব বিদ্যালয় কলেজের উপর সমস্ত কিছু চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ। এই ক্ষেত্রে প্রত্যেকবার পরীক্ষার আগে ও পরে সমস্যায় পড়ছেন ছাত্র ছাত্রীরা। মাঝে নিয়ম করা হয় চতুর্থ সেমিস্টারে কোন বিষয়ে ব্যাক থাকলে পরবর্তী সেমিস্টার দেওয়া যাবে না। এই অবস্থায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিতে পারলে কেন এম বি বি বিশ্ববিদ্যালয় তা কার্যকর করতে পারবে না। এই ধরনের একাধীক অভিযোগ তুলে শনিবার এম বি বি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় এ বি ভি পি। বিশ্ববিদ্যালয় ও কলেজের টানাপোড়েনে বিপাকে পড়ছে ছাত্র ছাত্রীরা। এই সমস্যা সামধানের দাবী জানান এ বি ভি পি-র নেতৃত্বরা। দুই কলেজের প্রন্সিপাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একত্রে বসে অবিলম্বে সমস্যা সমাধান করে ফর্ম ফিলাপের দিনক্ষণ বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ বলে জানান এ বি ভি পি-র নেত্রী পার্বতী ভট্টাচার্য।