স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : আগরতলা নন্দননগর বাজার এলাকায় বেপরোয়া অটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত এক ব্যাংক কর্মী। আহত ব্যাংক কর্মীর নাম রূপক সূত্রধর। তিনি বাড়ি থেকে বাইক নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রাওয়ানা হয়।
কিন্তু নন্দন নগর এলাকায় দ্রুতগামী একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে রুপক সূত্রধরের বাইকের। এতে রুপক সূত্রধর গুরুতর ভাবে আহত হয়। স্থানিয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এইদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানিয় এক ব্যক্তি জানান ওনারা বিকট শব্দ শুনতে পেয়ে দোকান ঘর থেকে বেড়িয়ে আসেন। দোকান থেকে বের হওয়ার পর দেখতে আন এক ব্যক্তি রাস্তার উপর পরে রয়েছে। সাথে সাথে ওনারা আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।