স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : যথারীতি বিধানসভার নির্বাচন সম্পূর্ণ হয়ে ফলাফল ঘোষণার পর পুনরায় মাঠে নামলেন বেকার যুবক যুবতীরা। বিগত দিনের মতো আবারো প্রশ্নপত্রে ভুল ভ্রান্তি নিয়ে সরব হন তারা। উল্লেখ্য, ২০২২ সালের ২৯ ও ৩০ ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া গ্রহণ করা হয়। কিন্তু সেই প্রশ্ন পত্রে বহু ভুল ভ্রান্তি রয়েছে।
এই অবস্থায় দীর্ঘ দিন যাবত প্রশ্ন পত্রের ভুল ভ্রান্তি গুলি নিয়ে টি আর বি টি কনট্রোলের দারস্থ হচ্ছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার ফের শিক্ষা ভবনে টি আর বি টি কনট্রোলের দারস্থ হয় পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য ছিল ফলাফল প্রকাশের জন্য। একই সঙ্গে প্রশ্ন পত্রের ভুল গুলি সহৃদয় ভাবে দেখা হয়। ২০২১ সালের পরীক্ষার্থীদের যেভাবে সমাধান করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তাদের সমস্যার যাতে সমাধান করা হয় তারও দাবী জানান পরীক্ষার্থীরা। টি আর বি টি কনট্রোলার তাদের অবগত করেন এই ক্ষেত্রে আরো সময় লাগবে। তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু পরীক্ষার্থীদের বক্তব্য বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সমাধান করার।