স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : মঙ্গলবার বিকেলের ভারী বৃষ্টিপাতের সময় বজ্রপাতে আহত হয় ১১ জন গ্রামবাসী। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন মরাছড়া এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
সেখানে তাদেরকে চিকিৎসা শুরু হয়। ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডাক্তার সুচুরিত চাকমা জানান ১১ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম দেবজয় দেববর্মা। বয়স ৫৫ বছর। বজ্রপাতে নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে আহত ১০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের চিকিৎসা চলছে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এম ও আই সি। এই ঘটনায় চাচার জন্য ছড়িয়ে গেছে মরা ছড়া এলাকায়।