স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : বিশ্রামগঞ্জ থানাধীন চড়িলাম ব্লকের ছেচরীমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি কালবার্টের নিচে রহস্যজনকভাবে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল রাজমিস্ত্রির। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। জানা যায় বৃহস্পতিবার রাতে চড়িলাম বাৎসরিক চৈত্র মেলার চতুর্থ দিনে বন্ধুদের সাথে চড়িলাম বাজারে আনন্দ উল্লাস করেছিলেন রাজমিস্ত্রির ঠিকেদার হরিপদ দেবনাথ। হরিপদ দেবনাথের ছোট ভাই তপন দেবনাথ জানান বৃহস্পতিবার রাতেই হরিপদ দেবনাথের পরিবার থেকে বাড়ি যাওয়ার জন্য ফোন করছিল। কিন্তু বন্ধুদের পাল্লায় থেকে সেই ফোনে বাড়ি যাননি তিনি।
তার পরিবারের পক্ষ থেকে রাতেই চড়িলাম বাজারে ভাই তপন দেবনাথ সহ আরো কয়েকজন যুবক বড় ভাইয়ের খোঁজে। কিন্তু খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। অবশেষে বাড়ি ফেরার সময় বালুয়া ছরি কালভার্টের নিচে অস্পষ্টভাবে আলো দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন বাইকটি নিচে পড়ে রয়েছে। হরিপদ দেবনাথকেও নিচে পড়ে থাকতে দেখেন। পরবর্তী সময়ে রাতেই বিশালগর মহকুমা হাসপাতাল নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুক্রবার ভোরে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার ওসি সহ পুলিশ। বাইকটির গতিও অত্যধিক ছিল বলে অনেকের ধারণা। কেউ তাকে আঘাত করার পর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেন। এই দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ছেচরীমাই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেবনাথ, বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সহ-সভাপতি অমল দেবনাথ সহ এলাকার লোকজন। টি আর ০৭ এ ৫৫৭৯ এই বাইকটিকে কালভার্টের নিচের থেকে তুলে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে বালুয়া ছুরি কালভার্টের নিচে বাইক দুর্ঘটনায় মৃত্যু হরিপদ দেবনাথ এর খবর শুনে এলাকার লোকজন জরো হয়। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।