স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : ২০২৩ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয় শুক্রবার থেকে। অধিবেশনের শুরুতে অধ্যক্ষ নির্বাচন ছিল একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই অধ্যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে গত দুই তিন দিন ধরে বিভিন্ন চর্চা চলছিল। কারণ বিরোধীরাও অধ্যক্ষ নির্বাচনে প্রার্থী দিয়েছিল। কে কত ভোট পেতে পারে তা নিয়ে চর্চা চলছিল। কিন্তু এদিন বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায় সরকার পক্ষের প্রার্থী পেয়েছে ৩২ টি ভোট।
অপরদিকে বিরোধীদের প্রার্থী পেয়েছে ১৪ টি ভোট। ৩২ টি ভোট পেয়ে বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন বিধায়ক বিশ্ববন্ধু সেন। তাই প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী সহ আইপিএফপি ও বিজেপি দলের বিধায়কদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হওয়া তিপ্রা মথা দলের বিধায়ক অনিমেষ দেববর্মাকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুব্রত চক্রবর্তী। তিনি আশা ব্যক্ত করেন আগামী পাঁচ বছর সরকার যে উদ্যোগ গুলি গ্রহণ করবে, সেইগুলির ক্ষেত্রে রাজনীতির জন্য রাজনীতি না করে বিরোধীরা সদর্থক ভূমিকা পালন করবে। সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র মনিকা দাস দত্ত।