নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): করোনা ভয়াবহ আকার ধারন করায় যেসমস্ত সাজাপ্রাপ্ত জেলবন্দিদের মুক্ত করা হয়েছিল তাদের আবার দ্রুত জেলে ফেরার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত । শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিড মহামারী চলাকালীন বহু জেলবন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। যাতে কোনওভাবে জেলে করোনা না ছড়িয়ে পড়ে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তাঁদের সবাইকে ১৫ দিনের মধ্যে জেলে গিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
২০২০ সালে আচমকা কোভিড থাবা বসানোয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অতিমারীর সময় সংক্রমণ রুখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে ছোট, ঘিঞ্জি কারাগারে বন্দিদেরও বাড়ি ফেরানো হয়েছিল সে সময় । সংক্রমণ এড়িয়ে বন্দিদের সুরক্ষার জন্য একাধিক উচ্চপদস্থ কমিটির সুপারিশ, পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেইমতো জেলগুলি থেকে মুক্ত করে বাড়ি পাঠানো হয় বন্দিদের। তবে এবার করোনা পরবর্তী সময়ে আবার তাদের কারাগারে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার এনিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এদিন নির্দেশ দেয়, যে বিচারাধীন বন্দিদের কোভিড আবহে জরুরি ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল তাঁদের আত্মসমর্পন করতে হবে। আত্মসমর্পণের পরে তাঁরা সঠিক আদালতে গিয়ে জামিনের আবেদন জানাতে পারেন বলেও নির্দেশ। কোভিড আবহে দোষী সাব্যস্ত এবং বিচারাধীন যেসব বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল, তাঁরা বেশিরভাগই গুরুতর অপরাধী নন। তাই এবার আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে তাঁরা জামিনও পেতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের।