Sunday, March 16, 2025
বাড়িরাজ্যস্মার্ট সিটির বিনোদন পার্কের অবস্থা করুণ

স্মার্ট সিটির বিনোদন পার্কের অবস্থা করুণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : জগন্নাথ বাড়ি পার্কটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর ঘটা করে উদ্বোধনও করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এই পার্কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ সঠিক ভাবে সংস্কার ও নির্মাণ কাজে গাফিলতির কারনে পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে। উল্লেখ্য, শহর আগরতলাকে সাজিয়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন স্থানে সৌন্দর্যায়নের দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। চওড়া করা হচ্ছে রাস্তা। নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি শহরের মধ্যে থাকা পার্ক ও পুকুর গুলির সংস্কার করে তাকে সাজিয়ে তোলার কাজ চলছে দ্রুত গতিতে। স্মার্ট সিটি প্রকল্পের অধীনে এই কাজ চলছে শহরের বিভিন্ন প্রান্তে।

 অনুরূপ ভাবে জগন্নাথ জিউ মন্দিরের বিপরীতে অবস্থিত পার্কটির সৌন্দর্যায়ন ঘটানো হয়। পার্কের পুরনো সংস্কার গুলি ভেঙ্গে আধুনিক সামগ্রী বসানো হয়েছে পার্ক জুড়ে। শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। একই সঙ্গে সকাল সন্ধ্যা এই পার্কে নিয়ম করে ভ্রমণের জন্য করা হয়েছে রাস্তা। লাগানো হয়েছে গাছ পালা। বাঁধানো হয়েছে পার্ক সংলগ্ন দিঘির পাড়। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর ঘটাকরে এই পার্কটি শহরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এর পর শহরের মানুষ সকাল সন্ধ্যা ভ্রমণের পাশাপাশি পার্কে আসেন সময় কাটানোর জন্য। কিন্তু অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় করে পার্কটির সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য বসানো সামগ্রী ভেঙ্গে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিজ্ঞান সম্মত ভাবে পার্কের নির্মাণ কাজ হয়নি। তার উপর সংস্কার না করায় নষ্ট হচ্ছে পার্কের সৌন্দর্য। প্রবেশ দ্বারে লাগানো কাঠ নষ্ট হয়ে গেছে। পার্কের ভেতর ঘাসে সময় মত জল না দেওয়ায় তাও নষ্ট হয়ে গেছে। পার্ক জুড়ে নোংরা আবর্জনা। এমনকি নীচে লাগানো লাইট গুলি ভেঙ্গে গেছে। উঠে যাচ্ছে পাথর। বসার জায়গা গুলিও ভেঙ্গে গেছে। সঠিক ভাবে সংস্কার কাজ না হওয়ায় এই অবস্থা পার্কের।

এমনকি পার্কে লাগানো ফলকে বানান ভুল রয়েছে। পুর নিগমকে জানানোর পরেও কোন লাভ হয়নি। এটা অর্থের অপচয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ক্লাবের উদ্যোগে কিছু চেষ্টা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। জগন্নাথ বাড়ি পার্কটির সৌন্দর্যায়নের পর অনেকেই সন্তোষ প্রকাশ করেছিল। আর এই পার্কে নিয়মিত পালা করে আসেন তারা। শরীর চর্চার পাশাপাশি শিশুদের নিয়ে আসেন সময় কাটাতে। কিন্তু বর্তমানে পার্কের ভঙ্গ দশায় অসন্তোষ ব্যক্ত করেন স্থানীয়রা। কেন সঠিক নজরদারী রাখছে না নিগম এই নিয়ে প্রশ্ন তোলেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য