Friday, March 29, 2024
বাড়িরাজ্যবিজয় মিছিলে যাওয়ার আক্রান্ত মা ও ছেলে

বিজয় মিছিলে যাওয়ার আক্রান্ত মা ও ছেলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : বিজেপি করায় জুতো পেটা খেতে হলো এক বিজেপি কর্মীকে। ছেলের বিচার চাইতে গিয়ে আক্রান্ত মাও। ঘটনা আগরতলা পূর্ব থানার অন্তর্গত রবীন্দ্র নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ১৮ সূর্যমনি নগর বিধানসভার অন্তর্গত রবীন্দ্র নগর এলাকার বাসিন্দা কৌশিক দাস এবং তার পরিবারের লোকজনেরা সোমবার বিজেপির বিজয় মিছিলে যায়। বিজয় মিছিলে যাওয়ায় শংকর পাল নামে এলাকার সিপিআইএম নেতা কৌশিক দাসকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ফোন করে সেই ব্যক্তির বাড়ির সামনে নিয়ে যায়।

তখন বিজেপি কর্মী কৌশিক দাসকে সংকর পাল জুতো পেটা করে। পরবর্তী সময়ে এলাকাবাসীর জড়ো হয়ে কৌশিক দাসকে উদ্ধার করে বাড়ি পাঠায়। বাড়িতে গিয়ে সে তার মা রেখা রানী দাসকে গোটা বিষয়টি জানান। তার মা বিচার চাইতে এলাকার কাউন্সিলরের বাড়িতে যাওয়ার সময় রবীন্দ্রনগর এলাকায় শংকর পাল এবং তার স্ত্রী রাখি রুদ্র পাল দা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ সংগঠিত করে। রেখা রানী দাসের চিৎকার শুনে আশেপাশে মানুষজন ছুটে এসে আইজিএম হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। পুলিশ অভিযোগের মূলে শংকর রুদ্র পালকে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে যেমন শাসক দল করায় কর্মীরা আক্রান্ত হচ্ছে, অপরদিকে বিরোধী দল করায় আক্রান্ত হচ্ছে বিরোধী দলের বহু কর্মী। রেহাই পাচ্ছে না কেউই। প্রশাসনিক চরম উদাসীনতার কারণে এগারো দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হওয়ার নাম নিচ্ছে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য