স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : তিপ্রা মথা ব্যর্থতা সহ্য করতে না পেরে সন্ত্রাসের রূপ ধারণ করেছে। আর এই চরিত্র মথার হামেশা লক্ষ্য করা যায়। ভোটে ফেল করে তারা আবারও সেই চরিত্র সামনে নিয়ে আসতে চাইছে। মথার এই সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। রবিবার অম্পি হাসপাতালে গিয়ে তিপ্রা মথাকে এভাবেই সতর্ক করে দিলেন এলাকার বিজিত প্রার্থী পাতাল কন্যা।
শনিবার অম্পিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয় মিছিলে তিপ্রা মথা দলের কর্মীরা আচমকা হামলা চালায়। আহত বিজেপি কর্মীদের রবিবার দেখতে গেলেন অম্পিনগর বিজিত প্রার্থী পাতাল কন্যা জমাতিয়া। সঙ্গে ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। অম্পি স্বাস্থ্যকেন্দ্রে দেখতে দেখতে গিয়ে তাদের শারীরিক খোঁজখবর নেন। পরবর্তী সময় বিজিত প্রার্থী পাতাল কন্যা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ও আইপিএফটি -র জয়ের পর সারা রাজ্যে বিজয় মিছিল সংগঠিত করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শনিবার অম্পিনগরে বিজয় মিছিল সংঘটিত করা হলে তিপ্রা মথার দুর্বৃত্তরা বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ সংঘটিত করে। ঘটনায় ১১ জন আহত হয়েছে। এর মধ্যে পাঁচ – ছয়জনের অবস্থা আশঙ্কা জনক। তাদের মধ্য ৪ জনকে চিকিৎসক রেফার করেছেন জিবি হাসপাতালে। তিনি আরো জানান শনিবার ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাবে বহু আহত বিজেপি কর্মী বাড়ি চলে যান। তাদের মধ্যে যদি কারোর অবস্থা আশঙ্কা জনক হয়ে থাকে তাদের সনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে বর্তমানে এলাকায় পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী।