স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : ১২ই মার্চ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রতিষ্ঠা দিবস। ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রবিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সহ-সভানেত্রী রমা দাস, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা।
রমা দাস বলেন, ১৯৮১ সালে চেন্নাইয়ে সম্মেলনের পর নারী সমিতি দেশে ২৩ টি সম্মেলনের পর সংগঠন বিস্তার লাভ করেছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দেশে নারীদের অর্থনৈতিক, সামাজিক সহ সার্বিক ক্ষেত্রে লড়াই করে সংগঠনের পরিধি বিস্তার করেছে বলে জানান তিনি। আগামী দিনেও নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে এবং নারী সংক্রান্ত অপরাধে বিরুদ্ধে প্রতিবাদ করতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান রমা দাস।