স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : একদিকে রাজনৈতিক সন্ত্রাস, অপরদিকে চুরির ঘটনায় ব্যতিব্যস্ত স্মার্ট সিটি বাসী। শুক্রবার রাতে পূর্ব আগরতলা থানার অন্তর্গত কামারপুকুর কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। কালীমন্দিরের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, চোর মন্দিরের দরজার তালা ভেঙে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
প্রণামী বাক্সের টাকাগুলি পর্যন্ত নিয়ে যায় চোর। শনিবার সকালে এলাকাবাসীর নজরে আসে চুরির ঘটনা। পরে সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে সকলে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। শহরে প্রায় প্রতি রাতে চুরি ও সন্ত্রাসের ঘটনায় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ প্রশাসন যদি নিয়মিত রাতের বেলা বিভিন্ন এলাকা টহলদারিতে তাহলে এই ধরনের চুরি ও সন্ত্রাসের ঘটনা কিছুটা হল বন্ধ হবে। বিশেষ করে আগরতলা শহরে প্রবেশের নাকাগুলি যদি সক্রিয় থাকে তাহলে এ ধরনের ঘটনা রদ করা যাবে বলে অভিমত সচেতন মহলের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।