Saturday, July 27, 2024
বাড়িরাজ্যজিতেন ও বীরজিৎ -কে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে বাম কংগ্রেসের মিছিল

জিতেন ও বীরজিৎ -কে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে বাম কংগ্রেসের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : শুক্রবার রাতে নেহাল চন্দ্র নগরে বাম কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলের গাড়ি ভাঙচুর করেছিল দুষ্কৃতকারীরা। এরই প্রতিবাদে শনিবার বিকেলে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে কৈলাশহর মহকুমায় এক বিক্ষোভ মিছিল বের করে দলীয় কর্মী সমর্থকেরা। দাবি উঠে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের। মিছিল শেষে  কৈলাশহর থানার মাধ্যমে এই দাবিটি পাঠানো হয় রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে।

 বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিক্ষোভ মিছিল শেষে বাম এবং কংগ্রেসের মোট ছয় জন প্রতিনিধি কৈলা শহরের মহকুমা পুলিশ আধিকারিক এবং কৈলাশহর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে তাদের দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেন। কংগ্রেসের পক্ষে জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান জানান, গত নয় মার্চ বৃহস্পতিবার রাতে বিশালগড়ে বিরোধী দলের কর্মীদের দোকান আগুন দিয়ে  দুষ্কৃতীরা পুড়িয়ে দেয়। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজ খবর নিতে বাম কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার বিরজিত সিনহা এবং জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এক সংসদীয় দল ঘটনাস্থলে যাবার পর বিরজিত সিনহা এবং জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমন করা হয়। তাদের গাড়ির উপরও আক্রমণ করা হয়। এরই প্রতিবাদে এবং বীরজিৎ সিনহা ও জিতেন্দ্র চৌধুরীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করতে এই আন্দোলন বলে জানান মোঃ বদরুজ্জামান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য