স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায় শুক্রবার গভীর রাতে অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায় দোকান ঘর। অগ্নিকান্ডের ঘটনার পেছনে কেউ চরিত্র রয়েছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত আড়াইটা নাগাদ দোকানের মালিক কিশোর সরকারের ঘুম ভাঙ্গে এলাকাবাসীর চিৎকারে। ঘর থেকে বের হয়ে দেখতে পান আগুনের জ্বলছে তার দোকান ঘর।
খবর দেওয়া হয় সাথে সাথে দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে ব্যবসায়ী পরিবার এবং বাড়ির লোকজনেরা দ্বন্দ্বে রয়েছে। কিভাবে এই অগ্নি কান্ডের ঘটনা সংঘটিত হয়েছে সেটা বুঝে উঠতে পারছে না। তাদের অভিমত বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়নি। সুতরাং এ অগ্নিকান্ডের ঘটনার পেছনে কেউ জড়িত রয়েছে বলে আশঙ্কা ব্যক্ত করেন। আরো জানান দমকল কর্মীরা যদি সঠিক সময়ের মতো ছুটে না আসতো তাহলে গোটা বাড়ি আগুনে পুড়ে যেত বলে তাদের আশঙ্কা। থানায় সুষ্ঠু তদন্তের জন্য একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন দোকানের মালিক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।