স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : ই জেড সি সি –র উদ্যোগে এবং তথ্য, সংস্কৃতি দপ্তরের সহায়তায় আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আগরতলার নজরুল কলাক্ষেত্রে গত ১২ ডিসেম্বর থেকে ৩৫ জন চিত্র শিল্পীদের নিয়ে শুরু হয় চিত্রকলার উপর কর্মশালা। মঙ্গলবার ছিল এই কর্মশালার সমাপ্তি দিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা।
এদিন মেয়র সহ অন্যান্য অতিথিরা চিত্রকলার উপর কর্মশালায় অংশ গ্রহনকারী বিশিষ্ট চিত্র শিল্পীদের আঁকা ছবি গুলি ঘুরে দেখেন। পরে মেয়র দীপক মজুমদার জানান দেশের জন্য এমন অনেকেই আত্মবলিদান দিয়েছেন। যাদের নাম নেই ইতিহাসে। অথচ এদের অবদান কোন অংশেই কম নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজাদী কা অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছে। দেশ ব্যাপী চলছে এই উদযাপন। এরই অঙ্গ হিসাবে চিত্রকলার কর্মশালা হয়। ছবির মাধ্যমে তারা বহু কথা তুলে ধরেছেন বলে জানান মেয়র দীপক মজুমদার। এবং এ ধরনের উদ্যোগের জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান শুভেচ্ছা জানান মেয়র।