স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন : রেগা কর্মচারীরা বঞ্চনার শিকার। এই অভিযোগ তুলে শুক্রবার অল ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের অভিযোগ গত দুমাস ধরে তারা বেতন পাচ্ছে না।
রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরার যারা এবং খোয়াই জেলা সহ মোট পাঁচটি জেলার কর্মচারীরা বেতন পাচ্ছে না। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে দাবি জানানো হয় দ্রুত তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার পাশাপাশি তাদের নিয়মিতকরণ করার জন্য। কারণ উনিশ বছর ধরে অনিয়মিতভাবে তারা চাকরি করছে। কাজের চাপ বেড়েছে। অথচ তারা বঞ্চনার শিকার বলে জানান এদিন।