স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : উচ্চ আদালতের নির্দেশের পরেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন ছিল আগরতলা পুর নিগম। পরে স্যন্দন পত্রিকার খবরের জেরে ময়দানে নামল নিগম কর্তৃপক্ষ। মঙ্গলবার আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাস্তার পাশে বসে ব্যবসা করা মাছ ও মাংসের দোকানগুলিকে সরিয়ে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয় ব্যবসায়িদের সামগ্রী।
এদিন গান্ধীস্কুল সংলগ্ন এলাকায় এই ধরনের অভিযানকে ঘিরে ব্যবসায়িদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অভিযান চালানোর পর ব্যবসায়ী ও স্থানীয় মানুষ মিলে সড়ক অবরোধ করে। অবরোধের জেরে আটকে পড়ে যান বাহন। ব্যবসায়িদের বক্তব্য আগাম কোন নোটিশ ছাড়াই তাদের সামগ্রী তুলে নিয়ে যায় পুর নিগমের টাস্ক ফোর্স। একই সঙ্গে তাদের সঙ্গে দুর্ব্যহার করে বলেও অভিযোগ তুলে এদিন। ব্যবসায়ীরা জানান তাদের বলা হয়েছে রাস্তার পাশ থেকে দূরে গিয়ে বসার জন্য। কিন্তু তাদের কাছে বিকল্প কোন সুযোগ নেই। তাই তারা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান। এমনকি টাকার বাক্স তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। এই অবরোধের খবর পেয়ে আসেন কাউন্সিলার, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্ব। অবরোধ স্থলে যায় পুলিশ। এদিকে ছুটে আসেন আগরতলা পুর নিগমের আধিকারিকরা। দীর্ঘক্ষন কথা বলেন ব্যবসায়িদের সঙ্গে। পরে কাউন্সিলার ও পুর নিগমের আধিকারিকদের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। এদিকে নিগম কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।