স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন : গত কয়েকদিন লাগাতার আন্দোলন করে জটিলতা সৃষ্টি করেছিল টেট পরীক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ষ্পষ্টিকরণ দিলেন টিআরবিটি-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব। তিনি শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত ২০২৪ সালের টেট পেপার ওয়ান এবং টি টেট পেপার টু পরীক্ষা যথাক্রমে বিগত ২৭ এপ্রিল এবং ৪ মে অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী এই উভয় পরীক্ষার টেনটেটিভ আনসার কি প্রকাশিত হয় গত ৮ মে।
তারপর এই সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত ও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরপত্রের সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীরা যে সকল অভিযোগ ও মতামত জমা করেছেন সেগুলি সবকটিই একাধিক সাবজেক্ট এক্সপার্টের নিকট পাঠানো হয়। পরীক্ষার্থীদের দাখিল করা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করেন বিষয়কেন্দ্রিক এক্সপার্টগণ। প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথিবন্ধ করে বোর্ডের কাছে জমা করেছেন। বোর্ড প্রতিটি বিষয়ের সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে ৯ জুন ফাইনাল আনসার কি প্রকাশ করে। ২০১৫ সাল থেকেই বোর্ড সকল পরীক্ষায় এই নিয়ম অনুসরণ করে চলেছে। চলতি বছরবোর্ড যে স্কুল লাইব্রেরিয়ান এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছে সেই ক্ষেত্রেও এই একই নিয়ম অনুসরণ করে টেনটেটিভ আনসার কি এবং ফাইনাল অ্যানসার কি প্রকাশ করা হয়েছে।
কিন্তু সেই সব ক্ষেত্রে পরীক্ষার্থীরা কোনও সমস্যা তৈরি করেনি। পরে ২০২৪ সালের টেট পরীক্ষার টেনটেটিভ আনসার কি প্রকাশিত হওয়ার পর থেকেই কতিপয় পরীক্ষার্থী প্রতিদিন সশরীরে বোর্ডে এসে ঝামেলা তৈরি করতে শুরু করে। এই একই পরীক্ষার্থীরা দলবদ্ধ হয়ে বোর্ডের অফিসে এসে বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবি জানায়। বোর্ডের চেয়ারম্যান প্রতিবারই তাদের সঙ্গে দেখা করে কথা বলেন এবং পরীক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যে পরীক্ষার্থীদের প্রতিটি অভিযোগ একাধিক বিষয়কেন্দ্রিক এক্সপার্টদের নিকট পাঠানো হবে এবং সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে। বোর্ড সেই অনুসারেই ৯ জুন ২০২৫ তারিখে ফাইনাল আনসার কি প্রকাশ করে। কিন্তু, পরীক্ষার্থীরা সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত মানতে রাজি নয়। পরীক্ষার্থীদের দাবি তারা যা বলছে সেটই ঠিক এবং সেই অনুযায়ী তাদের সকলকে নম্বর প্রদান করতে হবে। এই ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই এবং বোর্ড সেটাকে অনায্য ও অন্যায় দাবি বলেই মনে করে। সর্বভারতীয় স্তরের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যে নিয়ম অনুসরণ করে পরিচালিত হয় টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরাও সেই একই নিয়মে পরীক্ষার কাজ সম্পাদন করে চলেছে।