স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেসের জয়ে ত্রিপুরায় উল্লাস তৃণমূল কংগ্রেসের। সোমবার কলকাতা কর্পোরেশনের ফলাফল ঘোষণার পর দুপুরে আগরতলা বনমালী পুর স্থিত প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা উল্লাসে মাতল। সবুজ আবির খেলে স্লোগান তুলে ২০২৩-এ খেলা হবে ত্রিপুরার মাটিতেও। এবং জিতবে ত্রিপুরা।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কলকাতা কর্পোরেশনের নির্বাচনের সাথে ত্রিপুরার সদ্য সমাপ্ত নির্বাচনের আকাশ-পাতাল তফাৎ। বিরোধী দলের কোন প্রার্থীকে কলকাতা কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হয়নি। মানুষ নিরাপত্তার স্বার্থে ভোট দিয়েছে কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ত্রিপুরার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া পরিকল্পনা নিয়ে লড়াই ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় বর্তমানে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে রাজ্যের মানুষের নিরাপত্তা, গণতন্ত্র এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে। এদিকে তৃণমূল কংগ্রেসের আহবায়ক সুবল ভৌমিক বলেন, ত্রিপুরার মাটিতেও জনপ্রিয়তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের। মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে। আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে বিজেপি চিহ্ন পর্যন্ত থাকবে না। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যেই মানুষ বিজেপি বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে।