Sunday, March 16, 2025
বাড়িরাজ্যশাসক দলের আশ্রিত দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ২

শাসক দলের আশ্রিত দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ :  আগরতলা খেজুর বাগান এলাকায় রঙ খেলার উপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর আহত হয় সন্তোষ রায় ও অশোক রায় নামে দুই যুবক। ঘটনার বিবরণের জানা যায় শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় সন্তোষ রায় ও অশোক রায়ের উপর লোহার রড নিয়ে আক্রমণ করে বিকাশ রায়, সনজিৎ রায়, বিজু রায়, মনোজ ও সঞ্জয় রায়। গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয়রা জিবি হাসপাতালে নিয়ে আসে বলে অভিযোগ।

তাদের আরো অভিযোগ মারধরের পর শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা তাদের গলার চেইন পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু কি কারণে এই ঘটনা সংঘটিত করেছে তা এখনো বুঝে উঠতে পারছে না আহতরা। যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা সকলে নেশার বাণিজ্যের সাথে জড়িত। এমনটাই জানান আহতরা। আহতরা আরো জানান অভিযুক্তদের বিরুদ্ধে এনসিসি থানায় একটি মামলা দায়ের করবেন। যাতে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আইনত কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করে।  কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ ধরনের অতর্কিত আক্রমণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য