Monday, March 17, 2025
বাড়িরাজ্যঅমিত শাহের কনভয়ের ভেতরে গাড়ি

অমিত শাহের কনভয়ের ভেতরে গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ :  কর্তব্যরত ট্রাফিক পুলিশের গাফিলতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়ের ভেতরে আচমটাই প্রবেশ করলো একটি বেসরকারি গাড়ি। বড়সড়ো বিপদ থেকে অল্পতে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার বিকেলে স্টেট গেস্টহাউস থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় এনসিসি থানা সংলগ্ন ভিআইপি সড়কে এই ঘটনা হয়।

 জানা যায়, দ্বিতীয়বার বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিআইপি সড়ক বুধবার সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধ করে দেওয়া হয় কোন ধরনের যান চলাচলকে। এই ভিআইপি সড়কে ট্রাফিক এবং পুলিশ প্রশাসনের আটোশ্যাটো  নিরাপত্তা ব্যবস্থা মোতায়ন করা হয়েছিল। ট্রাফিক এবং পুলিশ প্রশাসনের নিরাপত্তার এই বেষ্টনিকে ভেঙে কিভাবে এই বেসরকারি গাড়িটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়ের ভেতরে প্রবেশ করল তা নিয়েই জনসাধারণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু করেছে ট্রাফিক এবং পুলিশ প্রশাসনের কর্তব্যরত আধিকারিক এবং কর্মীদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানেই দেশের দ্বিতীয় মন্ত্রী হিসেবে পরিচিত। গাড়িটির সামনে কোন নম্বর প্লেট ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য