Friday, March 14, 2025
বাড়িরাজ্যরঙ খেলার উল্লাস শহরে

রঙ খেলার উল্লাস শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মার্চ :  সারা বছরের ব্যস্ততা এক দিকে। কিন্তু রঙের উৎসব অন্য দিকে। কেউ কাটায় যুগলে, কেউ আবার পরিবারের সঙ্গে। বছরে এই একটা দিন যেন কোনোভাবেই ভুলে না কেউ। ছন্দে তালে এই রঙ খেলার দিনে সবাই নেমে পড়ে দুঃখ কষ্ট রাগ বিদ্বেষ ভুলে রঙ খেলায়। বুধবার একদিকে যেমন ছিল রঙ খেলা, আবার অপরদিকে ছিল আগামী পাঁচটি বছরের জন্য নতুন মন্ত্রিত্ব গড়ার দিন।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ বাক্য পাঠের পর মানুষ বাড়ি ফিরে এ রঙ খেলায় মেতে উঠে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উচ্ছ্বাস। বাড়ি ঘরে, অফিস আদালতে এবং বাজার হাটে সর্বত্র দেখা যায় মানুষের আনন্দ। এই রাস্তায় নেমে আনন্দ করি রোমিও জুলিয়েট সকলে। শহরে বিনোদন পার্কগুলিতে যুবক যুবতীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এক যুবতী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এ প্রেম কা রঙ হে।” রাধা কৃষ্ণের সবচেয়ে আনন্দের এ রঙ খেলা। তাই এই ভালোবাসার আবির তারা সকলের মধ্যে ছড়িয়ে সম্প্রীতির বার্তা দিতে চায়। আবার কেউ কেউ জানায়, তারা চায় প্রতি বছর এই দিনটা যেন তাদের এভাবে কাটে। সব মিলিয়ে আগরতলা শহর ছিল আনন্দে মাতোয়ারা। অলিগলি সর্বত্র দেখা যায় রঙ খেলার ব্যস্ততা। পুলু বুড়ো সকলেই সামিল হয় রঙ খেলায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য