Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন ডাঃ মানিক সাহা

মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন ডাঃ মানিক সাহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : সমস্ত জল্পনাকে ন্যস্ত করে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতাসীন হয় ভারতীয় জনতা পার্টি। আগামী ৮ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ বিধানসভার নব নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

 সেদিন পরিষদীয় নেতা ও অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। আর এই পরিষদীয় নেতা নির্বাচনের লক্ষ্যে সোমবার প্রদেশ বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় নব নির্বাচিত বিধায়ক ও বিধায়িকাদের নিয়ে বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারী মহেশ শর্মা, আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, রাষ্ট্রীয় মুখপাত্র তথা উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটার সম্বিৎ পাত্রা, বিধায়িকা প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। নব নির্বাচিত সমস্ত বিধায়ক – বিধায়িকারা এই বৈঠকে অংশ নেয়। এদিনের পরিষদীয় বৈঠকে পরিষদীয় নেতা হিসাবে ডাঃ মানিক সাহাকে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়। আর সেই প্রস্তাব ধনী ভোটে গৃহীত হয়। তাঁর নাম প্রস্তাব করেন বিধায়িকা প্রতিমা ভৌমিক। বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

 তিনি আরো জানান প্রস্তাবকের কাছ থেকে নাম উত্থাপিত হওয়ার পর সমস্ত নব নির্বাচিত বিধায়ক- বিধায়িকারা তাকে সমর্থন জানান। দ্বিতীয় বারের জন্য পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর ডাঃ মানিক সাহাকে শুভেচ্ছা জানান বিজেপি-র প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে শুভেচ্ছা জানান নব নির্বাচিত বিধায়ক- বিধায়িকা সহ অন্যান্যরা। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন নির্বাচিত পরিষদীয় নেতা ডাঃ মানিক সাহা। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবেন। উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে জনগণের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য