স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : সোমবার সাত সকালে ছনবন এলাকায় গোমতী নদীর জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসী মৃতদেহটি দেখতে পেয়ে খবর পেয়ে রাধা কিশোর পুর থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে মৃতদেহটি উদয়পুর খিলপাড়া এলাকার দিলীপ ঘোষ নামে এক ৪৫ বছর বয়সি এক ব্যক্তির।
খবর দেওয়া হয় দিলীপ ঘোষের পরিবারের লোকজনদের। পরিবারের লোকজনরা ছনবন গোমতী নদীর পাড়ে ছুটে আসেন। মৃতদেহটি দিলীপ ঘোষের বলে চিহ্নিত করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এদিকে রাধাকিশোরপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সাত সকালে গোমতি নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।