স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : নির্বাচনোত্তর সন্ত্রাসে দিশেহারা রাজ্যের মানুষ। প্রতিনিয়ত চলছে মারধর এবং বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ। সোমবার ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে গুরুতর অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি এবং বিরোধী দল তিপ্রা মথার বিরুদ্ধে। মানুষ এই দুই দলের সন্ত্রাসমূলক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে।
ত্রিপুরা পিপলস পার্টির একটি প্রতিনিধি দল পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে। তাদের অভিযোগ তিপ্রা মথা সমর্থিত কর্মীরা তাদের দল বিরোধী মানুষের উপর লাগাতার নির্বাচনোত্তর সন্ত্রাস করে চলেছে। এবং দেখা যাচ্ছে বিজেপি দ্বিতীয়বারের মতো সরকারে আসার পর থেকে সংখ্যালঘু এলাকাগুলিতে মানুষের মধ্যে এক ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। যাতে মানুষ ঘর থেকে বের হতে না পারে। এবং দৈনন্দিন কাজ করতে না পারে তার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে শাসক দল বিজেপি। তীব্র নিন্দা জানিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে দাবি জানানো হয় যাতে অবিলম্বে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। যারা সন্ত্রাসমূলক কার্যকলাপের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কথা জানান দলের সম্পাদক প্রবীর সিংহ।