Saturday, April 20, 2024
বাড়িরাজ্যমহার্ঘ্য হলো রান্নার গ্যাসের সিলিন্ডার

মহার্ঘ্য হলো রান্নার গ্যাসের সিলিন্ডার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : তিন রাজ্যের নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর ফলাফল ঘোষণা হওয়ার আগেই ফের মহার্ঘ্য হলো রান্নার গ্যাসের সিলিন্ডার। গত মাসে সিলিন্ডার পিছু দাম ছিল ১১৮৩ টাকা। এই মাসে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১২৩৩ টাকা ৭৮ পয়সা। ৫০ টাকার মতো মূল্য বৃদ্ধি পেয়েছে প্রতি গ্যাস সিলিন্ডারে। এদিকে এই গ্যাস সিলিন্ডার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে আগে একজন ভোক্তাকে দিতে হত ১২১৩ টাকা ৫০ পয়সা।

এই মাসে মূল্য বৃদ্ধি হয়ে হয়েছে ১২৬৩ টাকা ৫০ পয়সা। এখানেও ৫০ টাকা বৃদ্ধি হয়েছে। অন্যদিকে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য আগে ছিল ২২১৭ টাকা। এই মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫৪৬ টাকা। ১০ কেজির সিলিন্ডারের আগের মূল্য ছিল ৮৬৩ টাকা ৫০ পয়সা। এখন সেই দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯৮ টাকা। নিয়মিত ব্যবহার্য ১৪কেজি ২০০ গ্রাম ওজনের গ্যাস সিলিন্ডারে ৫০ টাকা মূল্য বৃদ্ধি ঘটেছে বলে জানান গ্যাস এজেন্সির কর্মী। ১ মার্চ থেকে এই মূল্য বৃদ্ধি ঘটেছে বলে জানান। গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি ঘটায় মধ্যবিত্তের কপালে ফের একবার চিন্তার ভাঁজ। এই মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য