Thursday, March 30, 2023
বাড়িরাজ্যসিপাহীজলা অভয়ারণ্যের পৃথক পৃথক স্থানে অগ্নিকান্ড

সিপাহীজলা অভয়ারণ্যের পৃথক পৃথক স্থানে অগ্নিকান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ :  ভোটের ফলাফল ঘোষণার আগেরদিন আতঙ্ক। সিপাহীজলা অভয়ারণ্যের তিনটি স্থানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে, সিপাহীজলা নৌকাঘাট এবং জেলাশাসকের সরকারি নিবাসের কাছে তিনটি জায়গায় দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়।

পরে আগুন দেখতে পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। খবর নির্বাচন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সঠিক সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলের ছুটে আসায় আগুন বেশি দূর পর্যন্ত ছড়াতে পারেনি। তবে এই ঘটনা ঘিরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশালগড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য