স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : শনিবার কল্যানপুরের দ্বারিকাপুর পঞ্চায়েত প্রধান কৃষ্ণকমল দাসের নেতৃত্বে বিজেপি দুর্বৃত্তদের সাথে দিলীপ শুক্ল দাসের সংঘর্ষ হয়। ঘটনায় মারাত্মকভাবে জখম হয় দিলীপ শুক্ল দাস।
রবিবার জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিলীপ দাসের। রবিবার রাতে দিলীপ শুক্ল দাসের মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনিন্দ্র দাস, বাম নেতা সুভাষ নাথ শংকর দাস। সোমবার সকালে শহীদের বাড়িতে ছুটে যান সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, বাগানবাজার অঞ্চল সম্পাদক শংকর দাস। কান্নায় ভেঙে পড়েন প্রয়াত দিলীপের পরিবার। নেতৃত্ব প্রয়াত দিলীপের পরিবারকে সমবেদনা জানান এবং তার আত্মার সদগতি কামনা করেন।