Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রদেশ বিজেপি সভাপতি সন্ত্রাসের দোষ চাপালেন বিরোধীদের কাঁধে

প্রদেশ বিজেপি সভাপতি সন্ত্রাসের দোষ চাপালেন বিরোধীদের কাঁধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : কমিউনিস্টরা হচ্ছে এ রাজ্যের সন্ত্রাসের দল। আর কংগ্রেস হচ্ছে গুন্ডা পার্টি। ধর্মনগরে কার্যকর্তাদের সাথে বৈঠক করতে গিয়ে এই কথা বললেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, ২০২৩ বিধানসভা নির্বাচনের মতো ত্রিপুরা রাজ্যে আগে কখনো এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি।

 বিরোধী দলগুলি বিশেষ করে কমিউনিস্টরা এবং কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনের পর সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি করে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে কুমারঘাট, চড়িলাম, বিশালগড়, খোয়াই এবং মান্দাই এলাকায় নির্বাচনের পর সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। বিরোধীদের কাপুরুষত্ব বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। তিনি এদিন ধর্মনগরে যান। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করে এবং রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে গণতান্ত্রিক অধিকার প্রদান করেছে মানুষ। তাতে পুনরায় ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন প্রদেশ সভাপতি। পরবর্তী সময় প্রদেশ সভাপতি মন্ডল সভাপতিদের সাথে এবং প্রার্থী সহ বিভিন্ন কার্যকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। তারপর তিনি জানান রাজ্যে যেভাবে বিরোধীরা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অশান্ত করার প্রচেষ্টা করছে, তা প্রতিহত করতে ভারতীয় জনতা পার্টি রাজ্যের বিভিন্ন জায়গায় বৈঠক করে কার্যকর্তাদের পরামর্শ প্রদান করে চলেছে। তাদের সাথে যাতে মানুষ সন্ত্রাসী কার্যকলাপে পা না বাড়ায়। তার জন্য ভারতীয় জনতা পার্টি এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য