Friday, January 24, 2025
বাড়িরাজ্যকংগ্রেসের প্রতীকের উপর ব্ল্যাক টিউব লাগানোর অভিযোগে গ্রেফতার যুবক

কংগ্রেসের প্রতীকের উপর ব্ল্যাক টিউব লাগানোর অভিযোগে গ্রেফতার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : গত ১৬ ফেব্রুয়ারি বিধানসভা ভোট চলাকালীন ৫৩-কৈলাসহর বিধানসভার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ২৬ নং পোলিং স্টেশনে ইভিএমে কংগ্রেসের দলীয় প্রতিক চিহ্নের উপর কালো রঙের ব্ল্যাক টিউব লাগিয়ে দিয়েছিলো বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল। পরবর্তী সময়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ২৬ নং পোলিং স্টেশনে পুনরায় ভোট করার লিখিতভাবে আবেদন করা হয়েছিলো।

যদিও জেলার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কংগ্রেস দলের এই দাবি খারিজ করে দেয়। পোলিং স্টেশনের ভিতর ঢুকে ইভিএমে এমন ঘটনা ঘটে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ধরনের মামলা হয় নি। এনিয়ে গোটা কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং সি.পি.আই.এম দলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিলো। অবশেষে ২৬ নং পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসার ১৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে ইরানি থানায় এই বিষয়ে লিখিত মামলা হাতে নেয়।

 কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানান, ১৯ ফেব্রুয়ারি মামলাটি পাবার পর পুলিশ সোমবার দুপুরে শ্রীনাথপুর গ্রামের মইনুল হককে গ্রেফতার করেছে। ২০ ফেব্রুয়ারি মইনুল হককে পুলিশ কৈলাসহরের আদালতে প্রেরণ করেছে বলে জানান ধ্রুব নাথ। তিনি জানান, পুলিশ ১২৫, ১৩১ এবং ১৩৬ ধারায় মামলা নেয়। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে মইনুল হক এই ঘটনার দায় স্বীকার করেছে কিনা এব্যাপারে ধ্রুব নাথ মুখ খুলতে চাননি।প্রিসাইডিং অফিসার ঘটনার সাথে সাথেই কেন মামলা করলেন না, এনিয়ে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য