স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন তিনি পায়ে হেঁটে শিশু বিহার স্কুলে ভোটাধিকার প্রয়োগ করতে যান। সঙ্গীত ছিলেন তাঁর সহধর্মিনী পাঞ্চালি ভট্টাচার্যী।
নিজ ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, এদিন সকাল সাতটা থেকে খবর পাওয়া যাচ্ছে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর, কে কে নগর, নদিয়া, নির্ভয়পুর বুথ কেন্দ্রে পুলিং এজেন্টদের ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। তারপরও যেসব পুলিং এজেন্ট প্রশাসনিক সহযোগিতা নিয়ে বুথ কেন্দ্রে প্রবেশ করেছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করে বুথ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এভাবে শাসক দলের কর্মীরা বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দিচ্ছে। এই ঘটনার খবর আসতেই সাথে সাথে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিককে অবগত করা হয়েছে। এ বিষয়ে সাথে সাথে সোনামুড়া মহকুমা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অবগত করা হলে তিনি বলছেন সমস্ত ছোটখাটো সমস্যা উনার দেখা সম্ভব নয়। এবং তিনি স্ট্রং রুমে গিয়ে বসে আছেন। শেষ পর্যন্ত ভোটাররা রাস্তা অবরোধ করে বসে। প্রতিবাদী নাগরিকরা স্লোগান তুলছে যদি তাদের ভোট দিতে দেওয়া না হয় তাহলে তারাও ভোট দিতে দেবে না। ব্যতিক্রম নয় অন্যান্য মহকুমা। বিলোনিয়া, উদয়পুর এলাকায় এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এদিন বিরোধী দলনেতা শিশু বিহার স্কুলে ভোট দিয়ে অত্যন্ত হাসিমুখে বের হয়ে আসেন।