স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার এয়োদশ বিধানসভা নির্বাচন। বুধবার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোট কর্মীরা। আগরতলা উমাকান্ত একাডেমী স্কুল চত্বর থেকে সমস্ত প্রস্তুতির সাথে ইভিএম মেশিন নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিন দুপুর নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে উমাকান্ত স্কুল চত্বরে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান।
পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, জিরো রিপোর্ট এবং জিরো ভাইলেন্স নির্বাচন সংঘটিত করতে সংকল্পবদ্ধ নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সংঘটিত করতে মনিটরিং টিম দ্বারা সমস্ত ব্যবস্থাপনা গ্রহণও করা হয়েছে। টেকনিক্যালের দিকে যাতে কোন ধরনের সমস্যা না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের সমস্ত পুলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোট কর্মীরা। সবগুলি পুলিশ স্টেশন প্রধান সড়কের পাশে রয়েছে। পুলিং স্টেশন গুলির মধ্যে দিব্যাঙ্গন এবং বয়স্ক মানুষের জন্য র্যাম, রেলিং -এর সুবিধা রয়েছে। এর পাশাপাশি ভোট কর্মীদের জন্য এবং ভোটারদের জন্য পানীয় জলের ব্যবস্থা রয়েছে। ভোটগ্রহণ সম্পন্ন হতে যদি বিলম্ব হয় সেজন্য বিশেষ বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি প্রত্যেক পুলিশ স্টেশনে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। যারা দিব্যাঙ্গন রয়েছে তাদের যাতে ভোট দিতে এসে লাইনে দাঁড়াতে না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে। আরো জানান নির্বাচনের দেড় মাস আগে থেকে ত্রিপুরা রাজ্যে আধা সামরিক বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। যার দরুন এবার নির্বাচনে অন্যান্য বারের তুলনায় ৩০ শতাংশ হিংসাত্মক ঘটনা কম ঘটেছে। ১৩০ টি অপরাধমূলক ঘটনার অভিযোগ এ বছর লিপিবদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার দিনভর কোন ধরনের হিংসাত্মক ঘটনা ঘটবে না বলে আশা ব্যক্ত করলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক। তিনি আরো জানান, মহিলা পরিচালিত পোলিং স্টেশন ৯৭ টি হবে। এর পাশাপাশি কিছু পুলিশ স্টেশন রয়েছে দিব্যাঙ্গন দ্বারা পরিচালিত হবে। তিনি বলেন, যদি ভোটকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় তার জন্য আগরতলা এমবিবি বিমানবন্দরে একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে। যাতে কোন ধরনের ঘটনা সংঘটিত হলে উদ্ধারের কাজে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে সঠিক পরিষেবা দেওয়া যায় এর ব্যবস্থা করা হয়েছে। তিনি সকল ভোটারকে ভোট দিতে এগিয়ে আসতে আহ্বান জানান। ১০০ শতাংশ ভোট পড়বে বলে দীঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিদর্শনের সময় রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যের সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।