Saturday, January 25, 2025
বাড়িরাজ্যভোটাধিকার প্রয়োগ করে সন্ত্রাসের দায়ভার বামফ্রন্ট এবং কংগ্রেসের কাঁধে চাপালেন মুখ্যমন্ত্রী

ভোটাধিকার প্রয়োগ করে সন্ত্রাসের দায়ভার বামফ্রন্ট এবং কংগ্রেসের কাঁধে চাপালেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  বৃহস্পতিবার সকালে মহারানী তুলসীবতী স্কুলে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী। এদিন জনগণের সাথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী। ভোট দিয়ে অত্যন্ত আপ্লুত তিনি। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, বিজেপি’র উন্নয়নে নিরিখে সরকার প্রতিষ্ঠিত করবে রাজ্যবাসী।

 বিজেপি আগামী দিনে শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে প্রতিশ্রুতি দিয়েছে। আর সেই প্রতিশ্রুতি পালন করতে কাজ করে যাচ্ছে বিজেপি। কিন্তু এদিন তিনি জনগণের লাইনে দাঁড়িয়ে কংগ্রেস এবং বামফ্রন্টের আসন সমঝোতার তীব্র সমালোচনা করতে ভুল করেন নি। তিনি বলেন বামফ্রন্টের সাথে কংগ্রেসের এই জোট জনগণ মেনে নেবে না। বামফ্রন্ট হতাশাগ্রস্ত হয়ে কংগ্রেসের সাথে জোট হয়েছে। এর পাশাপাশি এদিন সকাল থেকে যে সমস্ত বিক্ষিপ্ত সন্ত্রাসের ঘটনা খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হচ্ছে কোনভাবেই যেন সন্ত্রাস বরদাস্ত করা না হয়। ২০১৮ সালে রাজ্যের মানুষ বামফ্রন্টের এই সন্ত্রাস থেকে মুক্তি চেয়েছিল। এবং মানুষ সেই সন্ত্রাস মুক্ত করে ছেড়েছে। এখন আবার কংগ্রেসের সাথে আঁতাত হয়ে সন্ত্রাস করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন যাতে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার দাবিও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন এবার ২০১৮ সাল থেকেও অধিক আসন নিয়ে সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য