স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : দেশের কোন রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস নেই। ত্রিপুরায় এই দুই দল জোট হয়েছে। সুতরাং শূন্য আর শূন্যের যোগফল শূন্যই হবে। মঙ্গলবার কমলপুর টাউন হলের সামনে সরব প্রচারের শেষ দিন কমলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেবের সমর্থনে জনসভায় এ কথা বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
প্রধানমন্ত্রী বিনামূল্যে চাউল সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেশবাসীকে প্রদান করে চলেছে। ত্রিপুরার মানুষ এই সুযোগ-সুবিধার ভাগ নিচ্ছে। তাই ত্রিপুরা পুনরায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন তিনি। এর পাশাপাশি তিনি সোমবার প্রধানমন্ত্রীর জন সমাবেশকে ঐতিহাসিক সভা বলে জানান। তিনি বলেন সেদিন প্রধানমন্ত্রীর জনসমাবেশ দ্বারা স্পষ্ট হয়ে গেছে ২০১৮ সাল থেকে অধিক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রতিষ্ঠিত করবে বলে অভিমত ব্যক্ত করলেন হিমন্ত বিশ্ব শর্মা। আয়োজিত সভায় বিজেপি প্রার্থী মনোজ কান্তি দেব সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।