স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : আসন্ন নির্বাচনের সরব প্রচারের শেষ দিন ছিল মঙ্গলবার। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মনকে নির্বাচনী ময়দানে এবার বড়মাত্রায় দেখা না গেলেও প্রচারের শেষ দিন বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীদের নিয়ে ময়দানে ঝাঁপিয়েছেন তিনি। মিছিলে ছিল কয়েক শতাধিক কর্মী সমর্থক। এদিন এলাকার দীর্ঘদিনের বিধায়কের রোড শো -তে জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
বাড়ি ঘর থেকে বের হয়ে জনগণ বিধায়ক সুদীপ রায় বর্মনকে দুহাত তুলে সমর্থন জানিয়েছে। সুদীপ রায় বর্মন নিজ এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৬ ফেব্রুয়ারি সকাল সকাল ঘর থেকে বের হয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করে ফ্যাসিবাদী বিজেপি সরকারের পতন নিশ্চিত করবেন। এবং নিজের অধিকার নিজে প্রয়োগ করবেন। এর জন্য ভয় পাবেন না। গণতন্ত্রকে বাঁচাতে হবে। এবং দমবন্ধকর যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে, এর থেকে রাজ্যবাসীকে উত্তোরন করতে হবে বলে জানান তিনি। যেখানে কংগ্রেস প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেসকে ভোট দেবেন, আর যেখানে বামফ্রন্ট প্রার্থী রয়েছে সেখানে বামফ্রন্টকে ভোট দেবেন। আর যেখানে বিজেপিকে হারাতে মথাকে ভোট দিলে কাজ হবে বলে মনে করেন সেখানে মথাকে ভোট দেবেন। মিছিলটি এদিন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে।