Wednesday, November 29, 2023
বাড়িরাজ্যভাজপার প্রার্থী হলেন চা শ্রমিক

ভাজপার প্রার্থী হলেন চা শ্রমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : একজন চা শ্রমিককে বিজেপি দল ২০২৩ সালের নির্বাচনে প্রার্থী করেছে। এই শ্রমিকদের বিজেপি কেবল রাজনৈতিক স্বীকৃতি  দেয়নি, ধাপে ধাপে তাঁদের অর্থনীতিগত ভাবে সমৃদ্ধ করার চেষ্টা হচ্ছে। দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে। সাত হাজার ২৩০ টি চাবাগান পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

 অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামাজিক ভাবে বসবাস করার সুযোগ করে দিয়েছে বিজেপি। এই সমাজের কথা যাতে রাজ্য বিধান সভায় উত্থাপিত করা যায় তার জন্য একজন চা শ্রমিককে প্রার্থী করেছে। রবিবার বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপি-র টি সেলের প্রভারী সন্তোষ সাহা। তিনি আরো জানান ৫৪ কদমতলা – কুর্তি – বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে চা শ্রমিক দিলীপ তাঁতিকে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি, প্রদেশ সভাপতি, মুখ্যমন্ত্রী -কে অভিনন্দন জানান প্রভারী সন্তোষ সাহা। এই কেন্দ্রে ৯ হাজারের উপর চা শ্রমিক বসবাস করে বলে জানান তিনি। এই সিদ্ধান্ত রাজ্যের ইতিহাসে প্রথম বলেও জানান তিনি। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী দিলীপ তাঁতি , বিজেপি-র প্রবক্তা অস্মিতা বনিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য