স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : চড়িলাম উত্তরমুড়া এলাকায় কংগ্রেস এবং সিপিআইএমের পক্ষ থেকে জোট হয়ে প্রচারে নেমেছে দলীয় কর্মীরা। মানুষকে কাছ থেকে মিলছে স্বতঃস্ফূর্ত সাড়া। দলীয় কর্মীরা দাবি জানান এলাকায় কংগ্রেস মনোনীত প্রার্থী অশোক দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য।
কর্মীরা জানান প্রার্থীকে সাথে নিয়ে বের না হলেও মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। সোমবার থেকে প্রার্থীকে নিয়ে এলাকার বাড়ি বাড়ি যাবেন। যাতে মানুষ বামফ্রন্ট এবং কংগ্রেসের সামঝোতা করা আসনে মনোনীত প্রার্থী অশোক দেববর্মাকে জয়যুক্ত করে। যদি এই ধরনের চিত্র এদিন স্থানীয়রা প্রথমবার দেখেছে বলে দাবি করেন। কারণ দীর্ঘ সময় রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে কুস্তি দেখছে। হয়তো এ ধরনের দোস্তি কোনদিন দেখবে ভাবতেও পারে নি সাধারণ মানুষ। বিজেপিকে পরাস্ত করতে রাজ্যে কোনদিন এ ধরনের দোস্তি দুই দলের মধ্যে গড়ে উঠবে সেটা ভাবতেও পারেনি আমজনতা। তবে আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচনে গনদেবতা নিজ নিজ রায় জানাবে। আর সেই রায়ের ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।