স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র ও ওপেন কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধনী করেন খাদ্য, জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, খাদ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভোক্তাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে উত্তর ত্রিপুরা, খোয়াই ও দক্ষিন ত্রিপুরা জেলায় ভোক্তা আদালত স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর, খোয়াই জেলার খোয়াই মহকুমা ও দক্ষিন ত্রিপুরা জেলার বিলোনীয়াতে ভোক্তা আদালত স্থাপন করা হবে। ভোক্তারা যেন বিভিন্ন অভিযোগ জানাতে পারে তার জন্য সম্প্রতি একটি পোর্টাল চালু করা হয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজ্যের ভোক্তা আদালত গুলি ভোক্তাদের আধিকার সুরক্ষিত করার লক্ষ্যে উল্লেখ যোগ্য ভূমিকা গ্রহণ করে আসছে। জেলা ভোক্তা আদালত গুলিতে অভিযোগ নিষ্পত্তির হার রয়েছে ৯৫ শতাংশ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী বিজয়িনীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।