স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : বাইক ও সি আর পি এফ -এর গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। আহত আরো এক যুবক। ঘটনা বৃহস্পতিবার সোনামুড়া থেকে নিজ বাইক নিয়ে বিশ্রামগঞ্জ আসার পথে বৈরাগী বাজার এলাকায়। আহতরা আরিফ মিয়া এবং কাবিল হুসেন। পরে স্থানীয়রা গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুই যুবককে জিবি হাসপাতালের রেফার করা হয়। আহত দুই যুবককে জিবি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক কাবিল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগছে আরিফ মিয়া নামে অপর যুবক। কাবিল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজন।