স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সবকটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার আহ্বান জানায় ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ।
বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতা প্রবীন সিংহ দাবি করেন দেশে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শ্রমজীবী এবং পিছিয়ে পড়া অংশের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত। গভীর সংকটে ভুগছে তারা। এবং গণতন্ত্রও বিপন্ন। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে সবকটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে এক মঞ্চে এসে বিজেপিকে পরাস্ত করতে হবে। নাহলে দেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত শিক্ষক কর্মচারী সমস্ত অংশের মানুষের উপর আঘাত নেমে আসবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।