স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্যীর শারীরিক অবস্থা খোঁজখবর নিতে বাসভবনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সঙ্গে ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং সহ অন্যান্যরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ পাঞ্চালি ভট্টাচার্যীর শারীরিক অবস্থা খোঁজখবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, সম্প্রতি মন্ত্রী বাড়ি রোড এলাকায় রিক্সা দিয়ে বাড়ি ফেরার সময় বাইকে ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন পাঞ্চলী ভট্টাচার্যী। তারপর জিবি হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি।