Friday, March 29, 2024
বাড়িরাজ্যদিশার বৈঠক

দিশার বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর :  শনিবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলার উন্নয়ন, সমন্বয় ও পর্যবেক্ষণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন প্রতি তিন মাস অন্তর অন্তর দিশার বৈঠক করা হয়। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

ফ্ল্যাগশিপ পোগ্রাম গুলি সম্পর্কে পর্যালোচনা করা হয় এই বৈঠকে। প্রতিটি দিশার বৈঠকের পর যে  সমস্ত কাজের লক্ষ্যমাত্রা নেওয়া হয় তা ফলপ্রসু হচ্ছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিরন্তর কাজ চলছে। জল জীবন মিশনের মাধ্যমে সদর মহকুমায় ৭০ শতাংশ কাজ হয়েছে। জেলায় আগামী এক সপ্তাহের মধ্যে কৃষি এবং জলসেচ দপ্তর বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন। যে সমস্ত এলাকায় জলসেচের প্রয়োজন রয়েছে তাকে চিহ্নিত করে গুরুত্ব প্রদানের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ গুলি দ্রুত শেষ করতে বলা হয়েছে। আগামি ১০ জানুয়ারীর মধ্যে পূর্ত দপ্তরকে রাস্তা গুলি হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় পর্বের কাজ আগামী মার্চ মাস থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়।  ৭১০ টি স্কুলের মধ্যে ৯ টি স্কুলের ছাত্র ছাত্রীদের একসঙ্গে করে এক স্কুলে  আনা হয়েছে। ১৫ জন করে যে সমস্ত স্কুলে পড়ুয়া রয়েছে তাদের অন্যস্কুলে স্থানান্তর করা হবে বলে জানান তিনি। গুনগুত শিক্ষার মানোন্নোয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মিলে মিশন  মোডে ভাল কাজ করছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ দিলীপ দাস, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, বিভিন্ন ব্লকের চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য