স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : শনিবার মহানামব্রত ব্রক্ষ্মচারীর ১১৯ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষ্যে মহানাম অঙ্গনে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী মানুষের জন্য যেভাবে কাজ করেন তাতে মানুষ তার উপর আস্থাশীল। কিছু দিন আগের রাজ্য সফরের সময় ছিল জনঢল। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামুল্যে রেশন প্রদানের ঘোষণা দেওয়া বড় বিষয়। এই সিদ্ধান্ত গ্রহনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। এটা এদিন ফের প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।